Surah Quraish - কুরাইশ বাংলা উচ্চারণ ও অর্থ, Audio, Arabic Ayat & English Meaning

105
Al-Fil
আল ফীল
Meaning: The Elephant - Released in Mecca Total Ayats: 5 (6189 to 6193) Total Ruku: 1 - Sijda: Para: 30 - According to Najil: 19
# Ayat & Ortho Uccharon & English Meaning
1 أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَٰبِ ٱلْفِيلِ আলাম তারা কাইফা ফা‘আলা রাব্বুকা বিআসহা-বিল ফীল।
আপনি কি দেখেননি আপনার পালনকর্তা হস্তীবাহিনীর সাথে কিরূপ ব্যবহার করেছেন? Seest thou not how thy Lord dealt with the Companions of the Elephant?
2 أَلَمْ يَجْعَلْ كَيْدَهُمْ فِى تَضْلِيلٍ আলাম ইয়াজ‘আল কাইদাহুম ফী তাদলীল
তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? Did He not make their treacherous plan go astray?
3 وَأَرْسَلَ عَلَيْهِمْ طَيْرًا أَبَابِيلَ ওয়া আরছালা ‘আলাইহিম তাইরান আবা-বীল।
তিনি তাদের উপর প্রেরণ করেছেন ঝাঁকে ঝাঁকে পাখী, And He sent against them Flights of Birds,
4 تَرْمِيهِم بِحِجَارَةٍ مِّن سِجِّيلٍ তারমীহিম বিহিজা-রাতিম মিন ছিজ্জীল।
যারা তাদের উপর পাথরের কংকর নিক্ষেপ করছিল। Striking them with stones of baked clay.
5 فَجَعَلَهُمْ كَعَصْفٍ مَّأْكُولٍۭ ফাজা‘আলাহুম কা‘আসফিম মা’কূল।
অতঃপর তিনি তাদেরকে ভক্ষিত তৃণসদৃশ করে দেন। Then did He make them like an empty field of stalks and straw, (of which the corn) has been eaten up.