Surah Lahab - লাহাব বাংলা উচ্চারণ ও অর্থ, Audio, Arabic Ayat & English Meaning

111
Lahab
লাহাব
Meaning: Abu Lahab - Released in Mecca Total Ayats: 5 (6217 to 6221) Total Ruku: 1 - Sijda: Para: 30 - According to Najil: 6
# Ayat & Ortho Uccharon & English Meaning
1 تَبَّتْ يَدَآ أَبِى لَهَبٍ وَتَبَّ তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব।
আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক এবং ধ্বংস হোক সে নিজে, Perish the hands of the Father of Flame! Perish he!
2 مَآ أَغْنَىٰ عَنْهُ مَالُهُۥ وَمَا كَسَبَ মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব।
কোন কাজে আসেনি তার ধন-সম্পদ ও যা সে উপার্জন করেছে। No profit to him from all his wealth, and all his gains!
3 سَيَصْلَىٰ نَارًا ذَاتَ لَهَبٍ ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব।
সত্বরই সে প্রবেশ করবে লেলিহান অগ্নিতে Burnt soon will he be in a Fire of Blazing Flame!
4 وَٱمْرَأَتُهُۥ حَمَّالَةَ ٱلْحَطَبِ ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।
এবং তার স্ত্রীও-যে ইন্ধন বহন করে, His wife shall carry the (crackling) wood - As fuel!-
5 فِى جِيدِهَا حَبْلٌ مِّن مَّسَدٍۭ ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।
তার গলদেশে খর্জুরের রশি নিয়ে। A twisted rope of palm-leaf fibre round her (own) neck!