About Al Quran's - আমাদের সম্পর্কে

 • আস-সালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি, ওয়া বার-কাতুহ্। আশা করি সবাই ভালোই আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। Alqurans.com একটি ইসলামিক ওয়েবসাইট এখানে আপনি বাংলা উচ্চারণ, অর্থ ও ইংলিশ মিনিং সহ কুরআন পাঠ করতে পারবেন ও কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। এছাড়াও এখান থেকে সঠিক ভাবে নামাজ পড়ার নিয়ম বা নামাজ শিক্ষা এবং সহীহ কুরআন শিক্ষা পদ্ধতি জানতে পারবেন। এখান থেকে বাংলা ওয়াজ মাহফিল, ইসলামিক লেকচার, কোরআন তেলোয়াত অডিও, কোরআন পিডিএফ বই ও ইসলামিক পিডিএফ বই পড়তে ও ডাউনলোড করতে পারবেন।

  আমাদের সুবিধা সমূহঃ

  ১। কুরআনের বাংলা উচ্চারণ, অর্থ ও ইংলিশ মিনিং সহ পড়ার সুবিধা।
  ২। বাংলা ওয়াজ মাহফিল শুন্তে ও ডাউনলোড করতে পারবেন।
  ৩। ইসলামিক লেকচার শুন্তে ও অডিও ডাউনলোড করতে পারবেন।
  ৪। কুরআন শরীফের সকল সূরা ডাউনলোড করতে পারবেন।
  ৫। আল কুরআন (২০+ ভাষায়) পিডিএফ বই ডাউনলোড করতে পারবেন।
  ৬। ইসলামিক পিডিএফ বই (১০+ ভাষায়) ডাউনলোড করতে পারবেন।
  ৭। সঠিক ভাবে নামাজ পড়ার নিয়ম কানুন জানতে পারবেন।
  ৮। কুরআন শিক্ষার সহজ পদ্ধতি ও নিয়ম কানুন জানতে পারবেন।

  কিভাবে শুরু হয়েছে আলকুরআন'স ডট কম

  আমি মোঃ সজিবুল ইসলাম, আমি ২০১৩ সাল থেকে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট ও ডিজিটাল মার্কেটিং এর কাজ করছি। আমার অনেক আগে থেকেই ইচ্ছা ছিলো একটি ইসলামিক প্রোজেক্ট করবো হঠাৎ ২০১৯ সালের রমজানের শুরুতেই একমাত্র মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কাজ শুরু করেছিলাম। অনেক কষ্ট করে প্রায় দুই মাষ দিন রাত কাজ করে ডাটা গুলো অ্যাড করেছি এবং নিয়মিত আপডেট করা হচ্ছে এই প্রোজেক্টে সোহেল রানা নামে একজন কাজ করেছে। আলহামদুলিল্লাহ প্রোজেক্টা পাবলিশ করার কিছু দিনের ভিতরে ভালো সারা পেয়েছি, আমার অনেক ভালো লাগছে যে এত অল্প সময়ে এই ওয়েবসাইটে প্রতিদিন ১২ থেকে ১৫ হাজার মানুষ ভিজিট করছে যারা আমার ওয়েবসাইট থেকে ইসলামিক আলোর পথে চলছে।


 • আমাদের আর্থিক সহযোগীতা করুন।

  আমাদের সাথে যোগাযোগ করুন।

  সাজেশন দিতে বা আরো কি কি পেতে চান আমাদের জানান।

  এই সাইটে ভুল তথ্য পেলে প্লীজ আমাদের জানান।