Surah Al-Mursalat - আল মুরসালাত বাংলা উচ্চারণ ও অর্থ, Audio, Arabic Ayat & English Meaning

77
Al-Mursalat
আল মুরসালাত
Meaning: Those sent Forth - Released in Mecca Total Ayats: 50 (5623 to 5672) Total Ruku: 2 - Sijda: Para: 29 - According to Najil: 33
# Ayat & Ortho Uccharon & English Meaning
21 فَجَعَلْنَٰهُ فِى قَرَارٍ مَّكِينٍ ফাজা‘আলনা-হু ফী কারা-রিম মাকীন।
অতঃপর আমি তা রেখেছি এক সংরক্ষিত আধারে, The which We placed in a place of rest, firmly fixed,
22 إِلَىٰ قَدَرٍ مَّعْلُومٍ ইলা- কাদারিমমা‘লূম।
এক নির্দিষ্টকাল পর্যন্ত, For a period (of gestation), determined (according to need)?
23 فَقَدَرْنَا فَنِعْمَ ٱلْقَٰدِرُونَ ফাকাদারনা- ফানি‘মাল কা-দিরূন।
অতঃপর আমি পরিমিত আকারে সৃষ্টি করেছি, আমি কত সক্ষম স্রষ্টা? For We do determine (according to need); for We are the best to determine (things).
24 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন।
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। Ah woe, that Day! to the Rejecters of Truth!
25 أَلَمْ نَجْعَلِ ٱلْأَرْضَ كِفَاتًا আলাম নাজ ‘আলিল আরদা কিফা-তা- ।
আমি কি পৃথিবীকে সৃষ্টি করিনি ধারণকারিণীরূপে, Have We not made the earth (as a place) to draw together.
26 أَحْيَآءً وَأَمْوَٰتًا আহইয়াআওঁ ওয়া আমওয়া-তা- ।
জীবিত ও মৃতদেরকে? The living and the dead,
27 وَجَعَلْنَا فِيهَا رَوَٰسِىَ شَٰمِخَٰتٍ وَأَسْقَيْنَٰكُم مَّآءً فُرَاتًا ওয়া জা‘আলনা-ফীহা-রাওয়া-ছিয়া শা-মিখা-তিওঁ ওয়া আছকাইনা-কুমমাআন ফুরাতা- ।
আমি তাতে স্থাপন করেছি মজবুত সুউচ্চ পর্বতমালা এবং পান করিয়েছি তোমাদেরকে তৃষ্ণা নিবারণকারী সুপেয় পানি। And made therein mountains standing firm, lofty (in stature); and provided for you water sweet (and wholesome)?
28 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। Ah woe, that Day, to the Rejecters of Truth!
29 ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ مَا كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ ইনতালিকূইলা- মা- কুনতুম বিহী তুকাযযিবূন।
চল তোমরা তারই দিকে, যাকে তোমরা মিথ্যা বলতে। (It will be said:) "Depart ye to that which ye used to reject as false!
30 ٱنطَلِقُوٓا۟ إِلَىٰ ظِلٍّ ذِى ثَلَٰثِ شُعَبٍ ইনতালিকূইলা-জিলিলন যী ছালা-ছিশু‘আব।
চল তোমরা তিন কুন্ডলীবিশিষ্ট ছায়ার দিকে, "Depart ye to a Shadow (of smoke ascending) in three columns,
31 لَّا ظَلِيلٍ وَلَا يُغْنِى مِنَ ٱللَّهَبِ লা- জালীলিওঁ ওয়ালা- ইউগনী মিনাল্লাহাব।
যে ছায়া সুনিবিড় নয় এবং অগ্নির উত্তাপ থেকে রক্ষা করে না। "(Which yields) no shade of coolness, and is of no use against the fierce Blaze.
32 إِنَّهَا تَرْمِى بِشَرَرٍ كَٱلْقَصْرِ ইন্নাহা- তারমী বিশারারিন কাল কাসরি।
এটা অট্টালিকা সদৃশ বৃহৎ স্ফুলিংগ নিক্ষেপ করবে। "Indeed it throws about sparks (huge) as Forts,
33 كَأَنَّهُۥ جِمَٰلَتٌ صُفْرٌ কাআন্নাহূজিমা-লাতুন সুফর।
যেন সে পীতবর্ণ উষ্ট্রশ্রেণী। "As if there were (a string of) yellow camels (marching swiftly)."
34 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। Ah woe, that Day, to the Rejecters of Truth!
35 هَٰذَا يَوْمُ لَا يَنطِقُونَ হা-যা- ইয়াওমুলা- ইয়ানতিকূন।
এটা এমন দিন, যেদিন কেউ কথা বলবে না। That will be a Day when they shall not be able to speak.
36 وَلَا يُؤْذَنُ لَهُمْ فَيَعْتَذِرُونَ ওয়ালা- ইউ’যানুলাহুম ফাইয়া‘তাযিরূন।
এবং কাউকে তওবা করার অনুমতি দেয়া হবে না। Nor will it be open to them to put forth pleas.
37 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। Ah woe, that Day, to the Rejecters of Truth!
38 هَٰذَا يَوْمُ ٱلْفَصْلِ جَمَعْنَٰكُمْ وَٱلْأَوَّلِينَ হা-যা- ইয়াওমুল ফাসলি জামা‘না-কুম ওয়াল আওওয়ালীন।
এটা বিচার দিবস, আমি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তীদেরকে একত্রিত করেছি। That will be a Day of Sorting out! We shall gather you together and those before (you)!
39 فَإِن كَانَ لَكُمْ كَيْدٌ فَكِيدُونِ ফাইন কা-না লাকুম কাইদুন ফাকীদূন।
অতএব, তোমাদের কোন অপকৌশল থাকলে তা প্রয়োগ কর আমার কাছে। Now, if ye have a trick (or plot), use it against Me!
40 وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন ।
সেদিন মিথ্যারোপকারীদের দুর্ভোগ হবে। Ah woe, that Day, to the Rejecters of Truth!

1 2 3