Al-Mutaffifin
আত-তাতফীফ
Meaning: Those Who Deal in Fr - Released in Mecca
Total Ayats: 36 (5849 to 5884)
Total Ruku: 1 - Sijda:
Para: 30 - According to Najil: 86
# | Ayat & Ortho | Uccharon & English Meaning |
---|---|---|
1 | وَيْلٌ لِّلْمُطَفِّفِينَ | ওয়াইলুলিললমুতাফফিফীন। |
যারা মাপে কম করে, তাদের জন্যে দুর্ভোগ, | Woe to those that deal in fraud,- | |
2 | ٱلَّذِينَ إِذَا ٱكْتَالُوا۟ عَلَى ٱلنَّاسِ يَسْتَوْفُونَ | আল্লাযীনা ইয়াকতা-লূ‘আলান্না-ছি ইয়াছতাওফূন। |
যারা লোকের কাছ থেকে যখন মেপে নেয়, তখন পূর্ণ মাত্রায় নেয় | Those who, when they have to receive by measure from men, exact full measure, | |
3 | وَإِذَا كَالُوهُمْ أَو وَّزَنُوهُمْ يُخْسِرُونَ | ওয়া ইযা-কা-লূহুম আও ওয়াঝানূহুম ইউখছিরূন। |
এবং যখন লোকদেরকে মেপে দেয় কিংবা ওজন করে দেয়, তখন কম করে দেয়। | But when they have to give by measure or weight to men, give less than due. | |
4 | أَلَا يَظُنُّ أُو۟لَٰٓئِكَ أَنَّهُم مَّبْعُوثُونَ | আলা-ইয়াজু ননুউলাইকা আন্নাহুম মাব‘ঊছূন। |
তারা কি চিন্তা করে না যে, তারা পুনরুত্থিত হবে। | Do they not think that they will be called to account?- | |
5 | لِيَوْمٍ عَظِيمٍ | লিয়াওমিন ‘আজীমি। |
সেই মহাদিবসে, | On a Mighty Day, | |
6 | يَوْمَ يَقُومُ ٱلنَّاسُ لِرَبِّ ٱلْعَٰلَمِينَ | ইয়াওমা ইয়াকূমুন্না-ছূলিরাব্বিল ‘আ-লামীন। |
যেদিন মানুষ দাঁড়াবে বিশ্ব পালনকর্তার সামনে। | A Day when (all) mankind will stand before the Lord of the Worlds? | |
7 | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْفُجَّارِ لَفِى سِجِّينٍ | কাল্লাইন্না কিতা-বাল ফুজ্জা-রি লাফী ছিজ্জীন। |
এটা কিছুতেই উচিত নয়, নিশ্চয় পাপাচারীদের আমলনামা সিজ্জীনে আছে। | Nay! Surely the record of the wicked is (preserved) in Sijjin. | |
8 | وَمَآ أَدْرَىٰكَ مَا سِجِّينٌ | ওয়ামাআদরা-কা মা-ছিজ্জীন। |
আপনি জানেন, সিজ্জীন কি? | And what will explain to thee what Sijjin is? | |
9 | كِتَٰبٌ مَّرْقُومٌ | কিতা-বুমমারকুম। |
এটা লিপিবদ্ধ খাতা। | (There is) a Register (fully) inscribed. | |
10 | وَيْلٌ يَوْمَئِذٍ لِّلْمُكَذِّبِينَ | ওয়াইলুইঁ ইয়াওমাইযিল লিলমুকাযযিবীন। |
সেদিন দুর্ভোগ মিথ্যারোপকারীদের, | Woe, that Day, to those that deny- | |
11 | ٱلَّذِينَ يُكَذِّبُونَ بِيَوْمِ ٱلدِّينِ | আল্লাযীনা ইউকাযযিবূনা বিইয়াওমিদ্দীন। |
যারা প্রতিফল দিবসকে মিথ্যারোপ করে। | Those that deny the Day of Judgment. | |
12 | وَمَا يُكَذِّبُ بِهِۦٓ إِلَّا كُلُّ مُعْتَدٍ أَثِيمٍ | ওয়ামা-ইউকাযযিবুবিহীইল্লা-কুল্লুমু‘তাদিন আছীম। |
প্রত্যেক সীমালংঘনকারী পাপিষ্ঠই কেবল একে মিথ্যারোপ করে। | And none can deny it but the Transgressor beyond bounds the Sinner! | |
13 | إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ | ইযা-তুতলা-‘আলাইহি আ-য়া-তুনা-কা-লা আছা-তীরুল আওওয়ালীন। |
তার কাছে আমার আয়াতসমূহ পাঠ করা হলে সে বলে, পুরাকালের উপকথা। | When Our Signs are rehearsed to him, he says, "Tales of the ancients!" | |
14 | كَلَّا بَلْ رَانَ عَلَىٰ قُلُوبِهِم مَّا كَانُوا۟ يَكْسِبُونَ | কাল্লা-বাল রা-না ‘আলা-কুলূবিহিম মা-কা-নূইয়াকছিবূন। |
কখনও না, বরং তারা যা করে, তাই তাদের হৃদয় মরিচা ধরিয়ে দিয়েছে। | By no means! but on their hearts is the stain of the (ill) which they do! | |
15 | كَلَّآ إِنَّهُمْ عَن رَّبِّهِمْ يَوْمَئِذٍ لَّمَحْجُوبُونَ | কাল্লাইন্নাহুম ‘আর রাব্বিহিম ইয়াওমাইযিল লামাহজূবূন। |
কখনও না, তারা সেদিন তাদের পালনকর্তার থেকে পর্দার অন্তরালে থাকবে। | Verily, from (the Light of) their Lord, that Day, will they be veiled. | |
16 | ثُمَّ إِنَّهُمْ لَصَالُوا۟ ٱلْجَحِيمِ | ছু ম্মা ইন্নাহুম লাসা-লুল জাহীম। |
অতঃপর তারা জাহান্নামে প্রবেশ করবে। | Further, they will enter the Fire of Hell. | |
17 | ثُمَّ يُقَالُ هَٰذَا ٱلَّذِى كُنتُم بِهِۦ تُكَذِّبُونَ | ছু ম্মা ইউকা-লূহা-যাল্লাযী কুনতুম বিহী তুকাযযিবূন। |
এরপর বলা হবে, একেই তো তোমরা মিথ্যারোপ করতে। | Further, it will be said to them: "This is the (reality) which ye rejected as false! | |
18 | كَلَّآ إِنَّ كِتَٰبَ ٱلْأَبْرَارِ لَفِى عِلِّيِّينَ | কাল্লাইন্না কিতা-বাল আবরা-রি লাফী ‘ইলিলইঈন। |
কখনও না, নিশ্চয় সৎলোকদের আমলনামা আছে ইল্লিয়্যীনে। | Nay, verily the record of the Righteous is (preserved) in 'Illiyin. | |
19 | وَمَآ أَدْرَىٰكَ مَا عِلِّيُّونَ= | ওয়ামাআদরা-কা মা-‘ইলিলইয়ূন। |
আপনি জানেন ইল্লিয়্যীন কি? | And what will explain to thee what 'Illiyun is? | |
20 | كِتَٰبٌ مَّرْقُومٌ | কিতা-বুমমারকূম |
এটা লিপিবদ্ধ খাতা। | (There is) a Register (fully) inscribed, |