Dua for Entering a Market বাজারে প্রবেশের দো‘আ


Dua for Entering a Market - বাজারে প্রবেশের দো‘আ

Dua for Entering a Market - বাজারে প্রবেশের দো‘আ


  1. اللّٰهُمَّ اكْفِنِيْهِمْ بِمَا شِئْتَ

    Transliteration:
    English: Laa ilaaha illallaahu Wahdahu laa Shareeka lahu, Lahul mulku wa Lahul Hamdu, yuhyee wa yumeetu, wa Huwa hayyun laa Yamootu, bi Yadihil-khairu, wa Huwa ‘Alaa kulli shay’in Qadeer.

    বাংলাঃ লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহ্‌দাহু লা শারীকালাহু লাহুল-মুলকু ওয়ালাহুল হামদু ইয়ুহঈ ওয়াইয়ুমীতু ওয়াহুয়া হায়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খাইরু ওয়া হুওয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বাদীর।


    Translation:
    English: None has the tight to be Worshipped but Allah alone, Who has no Partner. His is the Dominion and His is the Praise. He Brings life and He Causes death, and He is Living and does not die. In His hand is all Good, and He is Able to do all Things.

    বাংলাঃ একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই, রাজত্ব তাঁরই, প্রশংসা মাত্রই তাঁর। তিনিই জীবন দান করেন এবং তিনিই মারেন। আর তিনি চিরঞ্জীব, মারা যাবেন না। সকল প্রকার কল্যাণ তাঁর হাতে নিহিত। তিনি সব কিছুর উপর ক্ষমতাবান।


    তিরমিযী, নং ৩৪২৮; ইবন মাজাহ, ৫/২৯১, নং ৩৮৬০; হাকেম ১/৫৩৮। আর শাইখ আলবানী হাদীসটিকে সহীহ ইবন মাজাহ্‌ ২/২১; সহীহুত তিরমিযী, ৩/১৫২ হাসান হাদীস বলেছেন।