Some Duas for Rain বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ


Dua - Some Duas for Rain - বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ

Some Duas for Rain - বৃষ্টি চাওয়ার কিছু দো‘আ


  1. আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দো‘আ পড়তেন.

    اللّٰهُمَّ اسْقِنَا غَيْثاً مُغِيْثاً مَرِيئاً مَرِيْعاً، نَافِعاً غَيْرَ ضَارٍّ، عَاجِلاً غَيْرَ آجِلٍ

    Transliteration:
    English: Allaahumma asqinaa Ghaithan Mugheethan maree’an Muree’an, naafi’an Ghaira dhaarrin, ‘Aajilan Ghaira Aajilin.

    বাংলাঃ আল্লা-হুম্মা আসক্বিনা গাইসান মুগীসান মারী’য়ান মারী‘আন না-ফি‘আন গাইরা দ্বাররিন ‘আ-জিলান গাইরা আ-জিলিন।


    Translation:
    English: O Allah, shower upon us Abundant rain, beneficial not Harmful, swiftly and not Delayed.

    বাংলাঃ হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপেয়, উর্বরকারী; কল্যাণকর, ক্ষতিকর নয়; শীঘ্রই, বিলম্বে নয়।


    আবূ দাউদ, ১/৩০৩, নং ১১৭১। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে একে সহীহ বলেছেন, ১/২১৬।


  2. اَللّٰهُـمَّ أغِثْنَا، اَللّٰهُمَّ أغِثْنَا، اَللّٰهُمَّ أَغِثْنَا

    Transliteration:
    English: Allaahumma aghithnaa, Allaahumma aghithnaa, Allaahumma aghithnaa.

    বাংলাঃ আল্লা-হুম্মা আগিসনা। আল্লা-হুম্মা আগিসনা। আল্লা-হুম্মা আগিসনা।


    Translation:
    English: O Allah, Send us Rain. O Allah, Send us Rain. O Allah, Send us Rain.

    বাংলাঃ হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন।


    বুখারী ১/২২৪, নং ১০১৪; মুসলিম ২/৬১৩, নং ৮৯৭।


  3. اللّٰهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِيْ بَلَدَكَ الْمَيِّتَ

    Transliteration:
    English: Allaahum-masqi ‘Ibaadaka, wa bahaa’imaka, Wanshur Rahmataka, wa ahyee Baladakal-Mayyita.

    বাংলাঃ আল্লা-হুম্মাসক্বি ইবা-দাকা ওয়া বাহা-ইমাকা ওয়ানশুর রহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মায়্যিতা।


    Translation:
    English: O Allah, give Water to Your slaves, and Your Livestock, and spread Your mercy, and Revive Your dead Land.

    বাংলাঃ হে আল্লাহ! আপনি আপনার বান্দাগণকে ও জীব- জন্তুগুলোকে পানি পান করান, আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন।


    আবূ দাউদ ১/৩০৫, নং ১১৭৮। আর শাইখ আলবানী তাঁর সহীহ আবি দাউদে একে হাসান বলেছেন, ১/২১৮।