আবদুল্লাহ ইবনু যুবাইর রাদিয়াল্লাহু আনহুমা মেঘের গর্জন শুনলে কথা বলা বন্ধ করে দিতেন এবং এই দো‘আ পড়তেন.
اللّٰهُمَّ اسْقِنَا غَيْثاً مُغِيْثاً مَرِيئاً مَرِيْعاً، نَافِعاً غَيْرَ ضَارٍّ، عَاجِلاً غَيْرَ آجِلٍ
Transliteration:
English: Allaahumma asqinaa Ghaithan Mugheethan maree’an Muree’an, naafi’an Ghaira dhaarrin, ‘Aajilan Ghaira Aajilin.বাংলাঃ আল্লা-হুম্মা আসক্বিনা গাইসান মুগীসান মারী’য়ান মারী‘আন না-ফি‘আন গাইরা দ্বাররিন ‘আ-জিলান গাইরা আ-জিলিন।
Translation:
English: O Allah, shower upon us Abundant rain, beneficial not Harmful, swiftly and not Delayed.বাংলাঃ হে আল্লাহ! আমাদেরকে এমন বৃষ্টির পানি দান করুন যা সাহায্যকারী, সুপেয়, উর্বরকারী; কল্যাণকর, ক্ষতিকর নয়; শীঘ্রই, বিলম্বে নয়।
আবূ দাউদ, ১/৩০৩, নং ১১৭১। আর শাইখ আলবানী সহীহ আবি দাউদে একে সহীহ বলেছেন, ১/২১৬।
اَللّٰهُـمَّ أغِثْنَا، اَللّٰهُمَّ أغِثْنَا، اَللّٰهُمَّ أَغِثْنَا
Transliteration:
English: Allaahumma aghithnaa, Allaahumma aghithnaa, Allaahumma aghithnaa.বাংলাঃ আল্লা-হুম্মা আগিসনা। আল্লা-হুম্মা আগিসনা। আল্লা-হুম্মা আগিসনা।
Translation:
English: O Allah, Send us Rain. O Allah, Send us Rain. O Allah, Send us Rain.বাংলাঃ হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন। হে আল্লাহ! আমাদেরকে বৃষ্টি দিন।
বুখারী ১/২২৪, নং ১০১৪; মুসলিম ২/৬১৩, নং ৮৯৭।
اللّٰهُمَّ اسْقِ عِبَادَكَ، وَبَهَائِمَكَ، وَانْشُرْ رَحْمَتَكَ، وَأَحْيِيْ بَلَدَكَ الْمَيِّتَ
Transliteration:
English: Allaahum-masqi ‘Ibaadaka, wa bahaa’imaka, Wanshur Rahmataka, wa ahyee Baladakal-Mayyita.বাংলাঃ আল্লা-হুম্মাসক্বি ইবা-দাকা ওয়া বাহা-ইমাকা ওয়ানশুর রহমাতাকা ওয়া আহয়ি বালাদাকাল মায়্যিতা।
Translation:
English: O Allah, give Water to Your slaves, and Your Livestock, and spread Your mercy, and Revive Your dead Land.বাংলাঃ হে আল্লাহ! আপনি আপনার বান্দাগণকে ও জীব- জন্তুগুলোকে পানি পান করান, আর আপনার রহমত বিস্তৃত করুন এবং আপনার মৃত শহরকে সজীব করুন।
আবূ দাউদ ১/৩০৫, নং ১১৭৮। আর শাইখ আলবানী তাঁর সহীহ আবি দাউদে একে হাসান বলেছেন, ১/২১৮।