Al-Muddaththir
আল মুদ্দাসসির
Meaning: The One Enveloped - Released in Mecca
Total Ayats: 56 (5496 to 5551)
Total Ruku: 2 - Sijda:
Para: 29 - According to Najil: 4
# | Ayat & Ortho | Uccharon & English Meaning |
---|---|---|
41 | عَنِ ٱلْمُجْرِمِينَ | ‘আনিল মুজরিমীন। |
অপরাধীদের সম্পর্কে | And (ask) of the Sinners: | |
42 | مَا سَلَكَكُمْ فِى سَقَرَ | মা-ছালাকাকুম ফী ছাকার। |
বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? | "What led you into Hell Fire?" | |
43 | قَالُوا۟ لَمْ نَكُ مِنَ ٱلْمُصَلِّينَ | কা-লূলাম নাকুমিনাল মুসাল্লীন। |
তারা বলবেঃ আমরা নামায পড়তাম না, | They will say: "We were not of those who prayed; | |
44 | وَلَمْ نَكُ نُطْعِمُ ٱلْمِسْكِينَ | ওয়া লাম নাকুনুত‘ইমুল মিছকীন। |
অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না, | "Nor were we of those who fed the indigent; | |
45 | وَكُنَّا نَخُوضُ مَعَ ٱلْخَآئِضِينَ | ওয়া কুন্না- নাখূদুমা‘আল খাইদীন। |
আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। | "But we used to talk vanities with vain talkers; | |
46 | وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ ٱلدِّينِ | ওয়া কুন্না-নুকাযযিবুবিইয়াওমিদ্দীন। |
এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। | "And we used to deny the Day of Judgment, | |
47 | حَتَّىٰٓ أَتَىٰنَا ٱلْيَقِينُ | হাত্তাআতা-নাল ইয়াকীন। |
আমাদের মৃত্যু পর্যন্ত। | "Until there came to us (the Hour) that is certain." | |
48 | فَمَا تَنفَعُهُمْ شَفَٰعَةُ ٱلشَّٰفِعِينَ | ফামা- তানফা‘উহুম শাফা- ‘আতুশশা-ফি‘ঈন। |
অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না। | Then will no intercession of (any) intercessors profit them. | |
49 | فَمَا لَهُمْ عَنِ ٱلتَّذْكِرَةِ مُعْرِضِينَ | ফামা-লাহুম ‘আনিততাযকিরাতি মু‘রিদীন। |
তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? | Then what is the matter with them that they turn away from admonition?- | |
50 | كَأَنَّهُمْ حُمُرٌ مُّسْتَنفِرَةٌ | কাআন্নাহুম হুমুরুম মুছতানফিরাহ। |
যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ। | As if they were affrighted asses, | |
51 | فَرَّتْ مِن قَسْوَرَةٍۭ | ফারাত মিন কাছওয়ারাহ। |
হট্টগোলের কারণে পলায়নপর। | Fleeing from a lion! | |
52 | بَلْ يُرِيدُ كُلُّ ٱمْرِئٍ مِّنْهُمْ أَن يُؤْتَىٰ صُحُفًا مُّنَشَّرَةً | বাল ইউরীদুকুল্লুম রিইম মিনহুম আইঁ ইউ’তা- সুহুফাম মুনাশশারাহ। |
বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক। | Forsooth, each one of them wants to be given scrolls (of revelation) spread out! | |
53 | كَلَّا بَل لَّا يَخَافُونَ ٱلْءَاخِرَةَ | কাল্লা বাল্লা- ইয়াখা-ফূনাল আ-খিরাহ। |
কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না। | By no means! But they fear not the Hereafter, | |
54 | كَلَّآ إِنَّهُۥ تَذْكِرَةٌ | কাল্লাইন্নাহূতাযকিরাহ। |
কখনও না, এটা তো উপদেশ মাত্র। | Nay, this surely is an admonition: | |
55 | فَمَن شَآءَ ذَكَرَهُۥ | ফামান শাআ যাকারাহ। |
অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক। | Let any who will, keep it in remembrance! | |
56 | وَمَا يَذْكُرُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ هُوَ أَهْلُ ٱلتَّقْوَىٰ وَأَهْلُ ٱلْمَغْفِرَةِ | ওয়ামা-ইয়াযকুরূনা ইল্লাআইঁ ইয়াশাআল্লা-হু হুওয়া আহলুত্তাকওয়া- ওয়া আহলুল মাগফিরাহ। |
তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। | But none will keep it in remembrance except as Allah wills: He is the Lord of Righteousness, and the Lord of Forgiveness. |