Al-Qalam
আল কলম
Meaning: The Pen - Released in Mecca
Total Ayats: 52 (5272 to 5323)
Total Ruku: 2 - Sijda:
Para: 29 - According to Najil: 2
# | Ayat & Ortho | Uccharon & English Meaning |
---|---|---|
1 | نٓ وَٱلْقَلَمِ وَمَا يَسْطُرُونَ | নূন ওয়াল কালামি ওয়ামা- ইয়াছতুরূন। |
নূন। শপথ কলমের এবং সেই বিষয়ের যা তারা লিপিবদ্ধ করে, | Nun. By the Pen and the (Record) which (men) write,- | |
2 | مَآ أَنتَ بِنِعْمَةِ رَبِّكَ بِمَجْنُونٍ | মাআনতা বিনি‘মাতি রাব্বিকা বিমাজনূন। |
আপনার পালনকর্তার অনুগ্রহে আপনি উম্মাদ নন। | Thou art not, by the Grace of thy Lord, mad or possessed. | |
3 | وَإِنَّ لَكَ لَأَجْرًا غَيْرَ مَمْنُونٍ | ওয়া ইন্না লাকা লাআজরান গাইরা মামনূন। |
আপনার জন্যে অবশ্যই রয়েছে অশেষ পুরস্কার। | Nay, verily for thee is a Reward unfailing: | |
4 | وَإِنَّكَ لَعَلَىٰ خُلُقٍ عَظِيمٍ | ওয়া ইন্নাকা লা‘আলা-খুলুকিন ‘আজীম। |
আপনি অবশ্যই মহান চরিত্রের অধিকারী। | And thou (standest) on an exalted standard of character. | |
5 | فَسَتُبْصِرُ وَيُبْصِرُونَ | ফাছাতুবসিরু ওয়া ইউবসিরূন। |
সত্ত্বরই আপনি দেখে নিবেন এবং তারাও দেখে নিবে। | Soon wilt thou see, and they will see, | |
6 | بِأَييِّكُمُ ٱلْمَفْتُونُ | বিআইয়িকুমুল মাফতূন। |
কে তোমাদের মধ্যে বিকারগ্রস্ত। | Which of you is afflicted with madness. | |
7 | إِنَّ رَبَّكَ هُوَ أَعْلَمُ بِمَن ضَلَّ عَن سَبِيلِهِۦ وَهُوَ أَعْلَمُ بِٱلْمُهْتَدِينَ | ইন্না রাব্বাকা হুওয়া আ‘লামুবিমান দাল্লা ‘আন ছাবীলিহী ওয়াহুওয়া আ‘লামু বিলমুহতাদীন। |
আপনার পালনকর্তা সম্যক জানেন কে তাঁর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং তিনি জানেন যারা সৎপথ প্রাপ্ত। | Verily it is thy Lord that knoweth best, which (among men) hath strayed from His Path: and He knoweth best those who receive (true) Guidance. | |
8 | فَلَا تُطِعِ ٱلْمُكَذِّبِينَ | ফালা-তুতি‘ইল মুকাযযি বীন। |
অতএব, আপনি মিথ্যারোপকারীদের আনুগত্য করবেন না। | So hearken not to those who deny (the Truth). | |
9 | وَدُّوا۟ لَوْ تُدْهِنُ فَيُدْهِنُونَ | ওয়াদ্দূলাও তুদহিনুফাইউদহিনূন। |
তারা চায় যদি আপনি নমনীয় হন, তবে তারাও নমনীয় হবে। | Their desire is that thou shouldst be pliant: so would they be pliant. | |
10 | وَلَا تُطِعْ كُلَّ حَلَّافٍ مَّهِينٍ | ওয়ালা-তুতি‘ কুল্লা হাল্লাফিম মাহীন। |
যে অধিক শপথ করে, যে লাঞ্ছিত, আপনি তার আনুগত্য করবেন না। | Heed not the type of despicable men,- ready with oaths, | |
11 | هَمَّازٍ مَّشَّآءٍۭ بِنَمِيمٍ | হাম্মা-ঝিম মাশশাইম বিনামীম। |
যে পশ্চাতে নিন্দা করে একের কথা অপরের নিকট লাগিয়ে ফিরে। | A slanderer, going about with calumnies, | |
12 | مَّنَّاعٍ لِّلْخَيْرِ مُعْتَدٍ أَثِيمٍ | মান্না-‘ইলিলল খাইরি মু‘তাদিন আছীম। |
যে ভাল কাজে বাধা দেয়, সে সীমালংঘন করে, সে পাপিষ্ঠ, | (Habitually) hindering (all) good, transgressing beyond bounds, deep in sin, | |
13 | عُتُلٍّۭ بَعْدَ ذَٰلِكَ زَنِيمٍ | ‘উতুলিলম বা‘দা যা- লিকা ঝানীম। |
কঠোর স্বভাব, তদুপরি কুখ্যাত; | Violent (and cruel),- with all that, base-born,- | |
14 | أَن كَانَ ذَا مَالٍ وَبَنِينَ | আন কা-না যা- মা-লিওঁ ওয়া বানীন। |
এ কারণে যে, সে ধন-সম্পদ ও সন্তান সন্ততির অধিকারী। | Because he possesses wealth and (numerous) sons. | |
15 | إِذَا تُتْلَىٰ عَلَيْهِ ءَايَٰتُنَا قَالَ أَسَٰطِيرُ ٱلْأَوَّلِينَ | ইযা-তুতলা- ‘আলাইহি আ-য়া-তুনা- কা- লা আছা-তীরুল আওওয়ালীন। |
তার কাছে আমার আয়াত পাঠ করা হলে সে বলে; সেকালের উপকথা। | When to him are rehearsed Our Signs, "Tales of the ancients", he cries! | |
16 | سَنَسِمُهُۥ عَلَى ٱلْخُرْطُومِ | ছানাছিমুহূ‘আলাল খুরতূম। |
আমি তার নাসিকা দাগিয়ে দিব। | Soon shall We brand (the beast) on the snout! | |
17 | إِنَّا بَلَوْنَٰهُمْ كَمَا بَلَوْنَآ أَصْحَٰبَ ٱلْجَنَّةِ إِذْ أَقْسَمُوا۟ لَيَصْرِمُنَّهَا مُصْبِحِينَ | ইন্না- বালাওনা- হুম কামা-বালাওনাআসাহা-বাল জান্নাতি ইযআকছামূ লাইয়াসরিমুন্নাহা- মুসবিহীন |
আমি তাদেরকে পরীক্ষা করেছি, যেমন পরীক্ষা করেছি উদ্যানওয়ালাদের, যখন তারা শপথ করেছিল যে, সকালে বাগানের ফল আহরণ করবে, | Verily We have tried them as We tried the People of the Garden, when they resolved to gather the fruits of the (garden) in the morning. | |
18 | وَلَا يَسْتَثْنُونَ | ওয়ালা-ইয়াছতাছনূন। |
ইনশাআল্লাহ না বলে। | But made no reservation, ("If it be Allah's Will"). | |
19 | فَطَافَ عَلَيْهَا طَآئِفٌ مِّن رَّبِّكَ وَهُمْ نَآئِمُونَ | ফাতা-ফা ‘আলাইহা- তাইফুম মিররাব্বিকা ওয়া হুম নাইমূন। |
অতঃপর আপনার পালনকর্তার পক্ষ থেকে বাগানে এক বিপদ এসে পতিত হলো। যখন তারা নিদ্রিত ছিল। | Then there came on the (garden) a visitation from thy Lord, (which swept away) all around, while they were asleep. | |
20 | فَأَصْبَحَتْ كَٱلصَّرِيمِ | ফাআসবাহাত কাসসারীম। |
ফলে সকাল পর্যন্ত হয়ে গেল ছিন্নবিচ্ছিন্ন তৃণসম। | So the (garden) became, by the morning, like a dark and desolate spot, (whose fruit had been gathered). |