An-Nazi'at
আন-নযিআ'ত
Meaning: Those Who pull Out - Released in Mecca
Total Ayats: 46 (5713 to 5758)
Total Ruku: 2 - Sijda:
Para: 30 - According to Najil: 81
# | Ayat & Ortho | Uccharon & English Meaning |
---|---|---|
41 | فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ | ফাইন্নাল জান্নাতা হিয়াল মা’ওয়া। |
তার ঠিকানা হবে জান্নাত। | Their abode will be the Garden. | |
42 | يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا | ইয়াছা‘আলূনাকা ‘আনিছ ছা-‘আতি আইইয়া-না মুরছা-হা-। |
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? | They ask thee about the Hour,-'When will be its appointed time? | |
43 | فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ | ফীমা আনতা মিন যিকরা-হা-। |
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? | Wherein art thou (concerned) with the declaration thereof? | |
44 | إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ | ইলা-রাব্বিকা মুনতাহা-হা-। |
এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। | With thy Lord in the Limit fixed therefor. | |
45 | إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا | ইন্নামাআনতা মুনযিরু মাইঁ ইয়াখশা-হা-। |
যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। | Thou art but a Warner for such as fear it. | |
46 | كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا | কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনাহা-লাম ইয়ালবাছূইল্লা-‘আশিইইয়াতান আও দুহা- হা। |
যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। | The Day they see it, (It will be) as if they had tarried but a single evening, or (at most till) the following morn! |