Surah An-Nazi'at - আন-নযিআ'ত বাংলা উচ্চারণ ও অর্থ, Audio, Arabic Ayat & English Meaning

79
An-Nazi'at
আন-নযিআ'ত
Meaning: Those Who pull Out - Released in Mecca Total Ayats: 46 (5713 to 5758) Total Ruku: 2 - Sijda: Para: 30 - According to Najil: 81
# Ayat & Ortho Uccharon & English Meaning
41 فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ফাইন্নাল জান্নাতা হিয়াল মা’ওয়া।
তার ঠিকানা হবে জান্নাত। Their abode will be the Garden.
42 يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ইয়াছা‘আলূনাকা ‘আনিছ ছা-‘আতি আইইয়া-না মুরছা-হা-।
তারা আপনাকে জিজ্ঞাসা করে, কেয়ামত কখন হবে? They ask thee about the Hour,-'When will be its appointed time?
43 فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ফীমা আনতা মিন যিকরা-হা-।
এর বর্ণনার সাথে আপনার কি সম্পর্ক ? Wherein art thou (concerned) with the declaration thereof?
44 إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ইলা-রাব্বিকা মুনতাহা-হা-।
এর চরম জ্ঞান আপনার পালনকর্তার কাছে। With thy Lord in the Limit fixed therefor.
45 إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ইন্নামাআনতা মুনযিরু মাইঁ ইয়াখশা-হা-।
যে একে ভয় করে, আপনি তো কেবল তাকেই সতর্ক করবেন। Thou art but a Warner for such as fear it.
46 كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাওনাহা-লাম ইয়ালবাছূইল্লা-‘আশিইইয়াতান আও দুহা- হা।
যেদিন তারা একে দেখবে, সেদিন মনে হবে যেন তারা দুনিয়াতে মাত্র এক সন্ধ্যা অথবা এক সকাল অবস্থান করেছে। The Day they see it, (It will be) as if they had tarried but a single evening, or (at most till) the following morn!

1 2 3