Ar-Rahman
আর রহমান
Meaning: The Most Gracious - Released in Medina
Total Ayats: 78 (4902 to 4979)
Total Ruku: 3 - Sijda:
Para: 27 - According to Najil: 97
# | Ayat & Ortho | Uccharon & English Meaning |
---|---|---|
21 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
22 | يَخْرُجُ مِنْهُمَا ٱللُّؤْلُؤُ وَٱلْمَرْجَانُ | ইয়াখরুজূমিনহুমাল লু’লূউ ওয়াল মার জা-ন। |
উভয় দরিয়া থেকে উৎপন্ন হয় মোতি ও প্রবাল। | Out of them come Pearls and Coral: | |
23 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
24 | وَلَهُ ٱلْجَوَارِ ٱلْمُنشَـَٔاتُ فِى ٱلْبَحْرِ كَٱلْأَعْلَٰمِ | ওয়ালাহুল জাওয়া-রিল মুনশাআ-তুফিল বাহরি কালআ‘লা-ম। |
দরিয়ায় বিচরণশীল পর্বতদৃশ্য জাহাজসমূহ তাঁরই (নিয়ন্ত্রনাধীন) | And His are the Ships sailing smoothly through the seas, lofty as mountains: | |
25 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
26 | كُلُّ مَنْ عَلَيْهَا فَانٍ | কুল্লুমান ‘আলাইহা-ফা-নিওঁ। |
ভূপৃষ্টের সবকিছুই ধ্বংসশীল। | All that is on earth will perish: | |
27 | وَيَبْقَىٰ وَجْهُ رَبِّكَ ذُو ٱلْجَلَٰلِ وَٱلْإِكْرَامِ | ওয়া ইয়াবকা-ওয়াজহু রাব্বিকা যুল জালা-লি ওয়াল ইকরা-ম। |
একমাত্র আপনার মহিমায় ও মহানুভব পালনকর্তার সত্তা ছাড়া। | But will abide (for ever) the Face of thy Lord,- full of Majesty, Bounty and Honour. | |
28 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
29 | يَسْـَٔلُهُۥ مَن فِى ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ كُلَّ يَوْمٍ هُوَ فِى شَأْنٍ | ইয়াছআলুহূমান ফিছ ছামা-ওয়া-তি ওয়াল আরদি কুল্লা ইয়াওমিন হুওয়া ফী শা’ন। |
নভোমন্ডল ও ভূমন্ডলের সবাই তাঁর কাছে প্রার্থী। তিনি সর্বদাই কোন না কোন কাজে রত আছেন | Of Him seeks (its need) every creature in the heavens and on earth: every day in (new) Splendour doth He (shine)! | |
30 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন। |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
31 | سَنَفْرُغُ لَكُمْ أَيُّهَ ٱلثَّقَلَانِ | ছানাফরুগু লাকুম আইয়ুহাছছাকালা-ন। |
হে জিন ও মানব! আমি শীঘ্রই তোমাদের জন্যে কর্মমুক্ত হয়ে যাব। | Soon shall We settle your affairs, O both ye worlds! | |
32 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
33 | يَٰمَعْشَرَ ٱلْجِنِّ وَٱلْإِنسِ إِنِ ٱسْتَطَعْتُمْ أَن تَنفُذُوا۟ مِنْ أَقْطَارِ ٱلسَّمَٰوَٰتِ وَٱلْأَرْضِ فَٱنفُذُوا۟ لَا تَنفُذُونَ إِلَّا بِسُلْطَٰنٍ | ইয়া-মা‘শারাল জিন্নি ওয়াল ইনছি ইনিছতাতা‘তুম আন তানফুযূমিন আকতা-রিছ ছামাওয়া-তি ওয়াল আরদিফানফুযূ লা-তানফুযূনা ইল্লা-বিছুলতা-ন। |
হে জিন ও মানবকূল, নভোমন্ডল ও ভূমন্ডলের প্রান্ত অতিক্রম করা যদি তোমাদের সাধ্যে কুলায়, তবে অতিক্রম কর। কিন্তু ছাড়পত্র ব্যতীত তোমরা তা অতিক্রম করতে পারবে না। | O ye assembly of Jinns and men! If it be ye can pass beyond the zones of the heavens and the earth, pass ye! not without authority shall ye be able to pass! | |
34 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
35 | يُرْسَلُ عَلَيْكُمَا شُوَاظٌ مِّن نَّارٍ وَنُحَاسٌ فَلَا تَنتَصِرَانِ | ইউরছালু‘আলাইকুমা-শুওয়া-জু ম মিন্না-রিওঁ ওয়া নুহা-ছুন ফালা-তানতাসিরা-ন। |
ছাড়া হবে তোমাদের প্রতি অগ্নিস্ফুলিঙ্গ ও ধুম্রকুঞ্জ তখন তোমরা সেসব প্রতিহত করতে পারবে না। | On you will be sent (O ye evil ones twain!) a flame of fire (to burn) and a smoke (to choke): no defence will ye have: | |
36 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
37 | فَإِذَا ٱنشَقَّتِ ٱلسَّمَآءُ فَكَانَتْ وَرْدَةً كَٱلدِّهَانِ | ফাইযান শাককাতিছ ছামাউ ফাকা-নাত ওয়ারদাতান কাদ্দিহা-ন। |
যেদিন আকাশ বিদীর্ণ হবে তখন সেটি রক্তবর্ণে রঞ্জিত চামড়ার মত হয়ে যাবে। | When the sky is rent asunder, and it becomes red like ointment: | |
38 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? | |
39 | فَيَوْمَئِذٍ لَّا يُسْـَٔلُ عَن ذَنۢبِهِۦٓ إِنسٌ وَلَا جَآنٌّ | ফাইয়াওমা ইযিল্লা-ইউছআলু‘আন যামবিহী ইনছুওঁ ওয়ালা-জান। |
সেদিন মানুষ না তার অপরাধ সম্পর্কে জিজ্ঞাসিত হবে, না জিন। | On that Day no question will be asked of man or Jinn as to his sin. | |
40 | فَبِأَىِّ ءَالَآءِ رَبِّكُمَا تُكَذِّبَانِ | ফাবিআইয়ি আ-লাই রাব্বিকুমা- তুকাযযিবা-ন । |
অতএব, তোমরা উভয়ে তোমাদের পালনকর্তার কোন কোন অবদানকে অস্বীকার করবে? | Then which of the favours of your Lord will ye deny? |